#BPSC
#নিয়োগ_বিজ্ঞপ্তি
পদ ও পদসংখ্যাঃ
***শিক্ষা প্রকৌশল অধিদপ্তর-
১। সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)- ৪০ টি।
২। উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)- ৬০ টি।
৩। উপ-সহকারী প্রকৌশলী (যন্ত্র)- ০২ টি।
৪। ড্রাফটসম্যান (আর্কিটেকচার)- ২১ টি।
৫। এস্টিমেটর (সিভিল)- ০৩ টি।
***বাংলাদেশ টেলিভিশন-
১। উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স)- ০১ টি।
***কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-
১। উপ-সহকারী কৃষি কর্মকর্তা (কৃষি ডিপ্লোমা)- ১৩৯৪ টি।
***টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-
১। ইন্সট্রাক্টর (সকল ডিপার্টমেন্ট)- ৫৫ জন (১ বছরের অভিজ্ঞতা)।
২। সিনিয়র ইন্সট্রাক্টর (সকল ডিপার্টমেন্ট)- ৩১ জন (৩ বছরের অভিজ্ঞতা)।
৩। স্টাফ ট্রেইনার (সকল ডিপার্টমেন্ট)- ০২জন (৪ বছরের অভিজ্ঞতা)।
আবেদন ফিঃ ৫০০/-
আবেদনের সময়সীমাঃ ০৮/০৬/২০- ২৬/০৭/২০
এছাড়া আরও কিছু অভিজ্ঞতা সম্পন্ন পদ রয়েছে।
বিস্তারিত লিংকঃ http://www.bpsc.gov.bd/site/view/psc_exam/Non-Cadre%20Examination/%E0%A6%A8%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE
Thanks! For Visiting my website. Please! Give your feedback ConversionConversion EmoticonEmoticon