১) ইলেকট্রক্যাল, মেকানিক্যাল,অটোমোবাইল ও রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশন এর সমন্বয়ে প্রতিষ্ঠান ও ইন্ডাসট্রির চাহিদা মোতাবেক একটি অলরাউন্ডার ডিপার্টমেন্ট।
২) যে কোন ধরনের পাওয়ার প্লান্ট ( তাপ, ওয়াটার,পারমানবি
@ তথ্য সুত্রঃ সিলেবাস,পাওয়ার টেকনোলজি www.bteb.gov.bd
৩) বিভিন্ন সরকারি ও বেসরকারি সেক্টরে চাকুরির সুযোগ রয়েছে।
৪) আত্নকর্ম সংস্থানের ব্যপক সুযোগ রয়েছে।
৫) সারা বাংলাদেশে আসন সংখ্যা সীমিত ও কর্মক্ষেত্র ব্যাপক।
৬) কোন মেধাবী ছাত্র বেকার থাকার নজির খুবই কম। ধৈর্যের সাথে সাধনা করলে অধিকাংশ মেধাবী ছাত্ররা সরকারি জব পেয়ে যায় ও বাকীরা বেসরকারিতে ভাল জব করে।
৭) আসন সংখ্যা কম থাকায় চাকুরীতে প্রতিযোগীতা তুলনামূলক খুবই কম।
৮) কোর্সের প্রায় সকল বিষয় বাস্তব ও প্রাকট্রিক্যাল বেসড্ হওয়ায় সহজেই বোধগম্য আনন্দদায়ক হয়।
৯) কোন (জনপ্রিয়) একটা ডিপার্টমেন্টে (৫০,০০০) পঞ্চাশ হাজার ছাত্র থেকে( ৫০০০) পাঁচ হাজার ( দশ ভাগের এক ভাগ) জন জব পেল আর অন্য একটি ডিপার্টমেন্টে (৫০০০) পাঁচ হাজার ছাত্র থেকে (২৫০০) আড়াই হাজার (অর্ধেক) জব পেল। তাহলে কোনটি ভাল? সে হিসাব করলে পাওয়ার ডিপার্টমেন্ট অনেক সুবিধাজনক পর্যায়ে আছে।
১০) একটা প্রতিষ্ঠান বা ইন্ডাসট্রি একজন পাওয়ার ইঞ্জিয়ার দ্বারা প্রায় সকল টেকনিক্যাল কাজ ও ব্যবস্থাপনার কাজ করাতে পারে এতে প্রতিষ্ঠানের সাশ্রয় হয়।
~~সাইট এডমিন কতৃক কিছু কথা~~
##বিঃদ্রঃ পাওয়ার টেকনোলজি থেকে সরকারি জব পেতে হলে একটু বেশিই পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে।কারণ এই টেকনোলজির জব সার্কুলার তুলনামূলক কম এবং সাথে পদ সংখ্যাও কম।বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরির জন্য তিন ডিপার্টমেন্ট (সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ) চাহিদা তুলনামূলক বেশি।তাই নবীনদের বলবো ভেবে সিদ্ধান্ত নিতে।।😊😊
~~লিখেছেন ~~
প্রকৌশলী মো. আল আমীন
জুনিয়র ইন্সট্রাকটর (পাওয়ার)
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট।
Thanks! For Visiting my website. Please! Give your feedback ConversionConversion EmoticonEmoticon